জানুয়ারি থেকে প্রাথমিক শিক্ষকরা প্রভিডেন্ট ফান্ড পাবেন অনলাইনে

প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২০

আসছে জানুয়ারি থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জেনারেল প্রভিডেন্ড ফান্ড (জিপিএফ) যাবে অনলাইনে। ইএফটির মাধ্যমে শিক্ষকদের নিজ নিজ ব্যাংক হিসাবে বেতনভাতা দেয়ার সময় তা কেটে রাখা হবে।

হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় থেকে নন-গেজেটেড কর্মকর্তা-কর্মচারীদের জিপিএফ ফান্ড কেটে রাখার নির্দেশ দিয়ে সব চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার, ডিভিশনাল কন্ট্রোল অব অ্যাকাউন্ট, জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার এবং উপজেলা হিসাবরক্ষণ কর্তকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার এ সংক্রান্ত আদেশ জারি করে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়। এদিনই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এ সংক্রান্ত নির্দেশনাটি পৌঁছেছে।

এ আদেশের ফলে প্রাথমিকের নন-গেজেটেড শিক্ষকদের জিপিএফ ফান্ড যাবে অনলাইনে বেতন পাওয়ার শুরু থেকেই। আর আগের জিপিএফ ফান্ডের টাকাও অনলাইন কার্যক্রমের মাধ্যমে পরিচালিত হবে।