চাপের মুখে নাইমের ঝড়ো ইনিংস

প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০১৯

লক্ষ্যটা ১৭৫ রানের। নাগপুরের মাঠে প্রথম ইনিংসের গড় সংগ্রহ ১৪৯ রানের। ফলে প্রথম ইনিংস শেষে স্বাভাবিকভাবেই ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। সিরিজ জেতার মিশনে ভর করে কঠিন চাপ।

তবে সেই চাপকে সাহসী ব্যাটে দূর করছেন তরুণ বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাইম শেখ। তার ঝড়ো ব্যাটেই জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দল। ক্যারিয়ারের মাত্র তৃতীয় ম্যাচেই প্রথম ফিফটির দেখা পেয়েছেন নাইম।

 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ১৫.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৬ রান। শেষের ২৭ বলে জয়ের জন্য করতে হবে আরও ৪৯ রান।

ইনিংসের সূচনা করা নাইম খেলেছেন ১৫.৩ ওভার পর্যন্ত। আউট হওয়ার আগে খেলেছেন ৪৮ বলে ৮১ রানের ঝড়ো ইনিংস। ক্যারিয়ারের প্রথম ফিফটির ইনিংসে ১০টি চারের সঙ্গে ২টি চার মেরেছেন এ তরুণ।

এছাড়া এ ম্যাচেই প্রথমবারের মতো সুযোগ পাওয়া মোহাম্মদ মিঠুন করেছেন ২৯ বলে ২৭ রান। ব্যর্থ হয়েছেন লিটন দাস (৮ বলে ৯), সৌম্য সরকার (১ বলে ০) এবং মুশফিকুর রহীম (১ বলে ০)।

বাংলাদেশের আশা বাঁচিয়ে রেখে উইকেটে রয়েছেন দুই নতুন ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ এবং আফিফ হোসেন ধ্রুব।