চাঁদ দেখা যাওয়ায় রবিবার পাকিস্তানে ঈদ

প্রকাশিত: ২:২৪ পূর্বাহ্ণ, মে ২৪, ২০২০

পাকিস্তানের আকাশে পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখা গিয়েছে। ২৪ মে রবিবার পাকিস্তানে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। দেশটিতে বিভিন্ন অঞ্চলে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বেশ কয়েকটি জায়গার আকাশ মেঘমুক্ত ও স্বচ্ছ ছিল।

শনিবার(২৩ মে)  রাত ১১ টায় পাকিস্তান জাতীয় চাঁদ দেখা কমিটির চেয়ারম্যান মুফতি মুনিবুর রহমান সংবাদ সম্মেলনে বলেন,দেশের বিভিন্ন জায়গায় যেখানে আকাশ পরিষ্কার ছিল সেখানকার জাতীয় চাঁদ দেখা কমিটির অনেক মেম্বারদের সাক্ষীর ভিত্তিতে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়া প্রমাণিত হওয়ায় ২৪ মে রবিবার পাকিস্তানে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে।

এসময় চাঁদ দেখার বিষয়টি দেরিতে প্রকাশ করার বিষয়ে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, চাঁদ দেখার ব্যাপারে সাক্ষ্য দানকারীদেরকে খুব ভালভাবে যাচাই করা হয়েছে। এমনকি যে অঞ্চলের আকাশ পরিষ্কার শুধু সেই অঞ্চলের সাক্ষ্যদানকারীদের ব্যতীত অন্যান্য অঞ্চলের চাঁদ দেখার সাক্ষ্যদানকারীদের সাক্ষ্য আমলে নেয়া হয়নি করা হয়েছে।

তিনি সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।