‘চাঁদে নয়, খেলনাটা নেমেছে মুম্বাইয়ে’

প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০১৯

চাঁদে অবতরণের ঠিক আগ মূহুর্তে শনিবার (৭ সেপ্টেম্বর) যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ভারতের চন্দ্রযান-২ এর। আর তা নিয়েই ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানের এক মন্ত্রী করে যাচ্ছেন একের পর এক টুইট।

 

মোদি থেকে গোটা ভারত, সবাইকে দিচ্ছেন নানা রকম টিটকারি।

প্রথম টুইটে পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়কমন্ত্রী ফাওয়াদ চৌধুরী লিখেন, ‌‌‌‌‍‍‘যে কাজ পার না, তা করতে যাও কেন’। চন্দ্রযান-২ কে খেলনার সঙ্গে তুলনা করে তিনি আরো লিখেছেন, চাঁদে নয়, মুম্বাইয়ে নেমেছে ভারতের চন্দ্রযান।’

এভাবে একের পর এক টুইট করেই যাচ্ছেন এই মন্ত্রী। চন্দ্রযান-২ সফল না হওয়ায় পাকিস্তান যে কিছুটা খুশি তা দেশটির এই মন্ত্রীর বক্তব্যই ফুটে উঠেছে। ইচ্ছে করেই টুইটে ইন্ডিয়া বানানের স্থলে তিনি এন্ডিয়া লিখেছেন।

তার টুইটেও পড়ছে বিরুপ মন্তব্য। তবে নেটিজেনদের বিরূপ মন্তব্যে মোটেও দমে যাননি ফাওয়াদ চৌধুরী।

একজনের টুইটের প্রতিক্রিয়ায় তিনি রিটুইট করে লিখেছেন, ‘ভারতীয়রা অদ্ভুত প্রতিক্রিয়া দেখাচ্ছে। মনে হচ্ছে, আমার জন্য তাদের মিশন ব্যর্থ হয়েছে। আমি কি তোমাদের ৯০০ কোটি রুপি নষ্ট করতে বলেছিলাম? মাথা ঠান্ডা করে ঘুমিয়ে পড়ুন।’