কেরানীগঞ্জে দুই শিশুসহ আরও ২০ রোগী শনাক্ত, মোট ২৬২

প্রকাশিত: ১:০৯ পূর্বাহ্ণ, মে ৮, ২০২০

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় একদিনে দুই শিশুসহ নতুন করে আরও ২০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬২ জনে। উপজেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আটজনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন।

বৃহস্পতিবার রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, আক্রান্তদের বয়স দুই থেকে ৫৫ বছর। এদের মধ্যে ২ ও ৬ বছর বয়সী দুই শিশুসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও, কেরানীগঞ্জের বসুন্ধরা আদদীন হাসপাতালের একজন, সাজিদা হাসপাতালের দুইজন কর্মী রয়েছেন।

বৃহস্পতিবার বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত বিভিন্ন সময় আসা পরীক্ষার ফলাফলের মাধমে একদিনে নতুন করে ওই ২০ রোগী শনাক্ত করা হয়েছে।

নতুন আক্রান্তদের চিকিৎসার বিষয়ে ডা. মোবারক জানান, এ উপজেলায় প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সংক্রমণের ঝুঁকি এড়াতে আক্রান্তদের স্বজনদের হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেয়া হয়েছে।