উত্তরের ১৪টি কেন্দ্র দখলের অভিযোগ পেয়েছি : রিটার্নিং কর্মকর্তা

প্রকাশিত: ১১:৪৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২০

নির্বাচনে এখন পর্যন্ত ১৪টি মারামারি, এজেন্ট বের করে দেয়া, কেন্দ্র দখলের ১৪টি অভিযোগ পেয়েছেন বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম। ভোটার উপস্থিতি কম বলেও জানান তিনি।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর উত্তরার আই ই এস স্কুল অ্যান্ড কলেজে ভোটকেন্দ্র পরিদর্শন শেষে তিনি একথা বলেন।

 

উত্তরের রিটার্নিং কর্মকর্তা বলেন, আমাদের ১৩১৮টি কেন্দ্র। এখন পর্যন্ত ১৪টি অভিযোগ পেয়েছি। এর মধ্যে বাড্ডা, মোহাম্মদপুর, মিরপুর ও কুর্মিটোলার অভিযোগ পেয়েছেন। অভিযোগ পাওয়ার পর তা সমাধান করেছেন।

তিনি জানান, সবচেয়ে বেশি সমস্যা হয়েছিল বাড্ডাতে। বিজিবি অতিরিক্ত র্যাব পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

ভোটার উপস্থিতির বিষয়ে আবুল কাসেম বলেন, ভোটার উপস্থিতি কম রয়েছে। আশা করছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়বে।