ইসরাইল-আরব আমিরাতের ঐতিহাসিক চুক্তি, নেতানিয়াহুর উচ্ছ্বাস

প্রকাশিত: ২:২১ পূর্বাহ্ণ, আগস্ট ১৪, ২০২০
ছবি: বিবিসি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যাস্থতায় সংযুক্ত আরব আমিরাত ও ইহুদি রাষ্ট্র ইসরাইল ঐতিহাসিক চুক্তিতে পৌঁচেছে। দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে বৃহস্পতিবার এ চুক্তি করা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

হোয়াইট হাউজের সিনিয়র কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছে, এই চুক্তির আওতায় ইসরাইল পশ্চিম তীরে যেসব অঞ্চল সংযুক্তি নিয়ে আলোচনা করেছে, সেসব ক্ষেত্রে সার্বভৌমত্ব প্রয়োগ স্থগিত করতে সম্মত হয়েছে।

হোয়াইট হাউজের কর্মকর্তারা বলেন, এই চুক্তিটি ইসরাইল-সংযুক্ত আরব আমিরাত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তিটি দীর্ঘ আলোচনার ফলস্বরুপ, সম্প্রতি এটি ত্বরান্বিত হয়েছে।

বৃহস্পতিবার ট্রাম্প, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও আবু ধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদের মধ্যে একটি টেলিফোন কলে এই চুক্তি সম্পন্ন করা হয়েছে।

এক টুইট বার্তায় ট্রাম্প লিখেছেন, আজ বিশাল সাফল্য! আমাদের দুই পরীক্ষিত বন্ধু ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ঐতিহাসিক শান্তিচুক্তি হয়েছে।