‘আমাদের পার্টি’ বলতে পুলিশ সদস্য নিজ বাহিনীকেই বুঝিয়েছেন: সিইসি

প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২০

গোপীবাগে নির্বাচনি প্রচারে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্যের বক্তব্যের সাফাই গাইলেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। তিনি বলেছেন, সংঘর্ষের দিন ‘আমাদের পার্টি’ বলতে ওই পুলিশ সদস্য নিজ বাহিনীকেই বুঝিয়েছেন।

মঙ্গলবার রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে, ইভিএম-এ ভোটদান পদ্ধতি প্রদর্শন কার্যক্রম পরিদর্শনে গিয়ে এসব বলেন তিনি।

গোপীবাগে বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষের ঘটনাকে দুঃখজনক বলেও মন্তব্য করেন সিইসি।

এসময় তিনি জানান, ইভিএমে সুষ্ঠু ভোট হবে। এতে জাল ভোট কিংবা ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটবে না।

এদিকে নির্বাচন কমিশনে সভা শেষে ইসি সচিব মো. আলমগীর বলেন, ইভিএমে অনিয়ম হওয়ার সম্ভাবনা শূন্য শতাংশ। তবে জালিয়াতি হলে আদালতে যাবারও সুযোগ রয়েছে। জানান,৭ ফেব্রুয়ারি কমিশন সভায় চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।