আজ কাশ্মীর যাচ্ছেন ইমরান খান

প্রকাশিত: ১:১০ পূর্বাহ্ণ, আগস্ট ১৪, ২০১৯

উত্তেজনার মধ্যেই কাশ্মীরিদের সঙ্গে সংহতি জানাতে আজাদ কাশ্মীর যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

 

পাকিস্তান ঘোষিত কাশ্মীর সংহতি দিবসে বুধবার (১৪ আগস্ট) মোজাফফরাবাদের অ্যাসেম্বলিতে ভাষণ দিবেন তিনি।

ডন ও জিয়ো নিউজ উর্দুর খবরে বলা হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী অফিস এক বিবৃতিতে জানিয়েছে, ১৪ আগস্ট কাশ্মীরিদের সঙ্গে সংহতি জানিয়ে স্বাধীনতা দিবস পালনের যে সিদ্ধান্ত নেয়া হয়েছিল, সে উপলক্ষে প্রধানমন্ত্রী ইমরান খান বুধবার আজাদ কাশ্মীর সফর করবেন।

এসময় তিনি আজাদ কাশ্মীরের ন্যাশনাল অ্যাসেম্বলিতে কাশ্মীর সংকট নিয়ে দিকনির্দেশনামূলক বক্তৃতা দেবেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট নরেন্দ্র মোদির সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা (ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ) বাতিল করে দিয়েছে। একই সঙ্গে জম্মু-কাশ্মীরকে ভেঙে দুটি অঞ্চল কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয়েছে।