আওয়ামী লীগের ২ নেতার বাসায় অভিযান, কোটি টাকা-স্বর্ণ ও অস্ত্র উদ্ধার

প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৯

রাজধানীর ওয়ান্ডারার্স ক্লাবে ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহ- সভাপতি এনামুল হক ও যুগ্ম সাধারণ সম্পাদক রুপন ভূঁইয়ার বাসায় অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তবে অভিযানে অভিযুক্ত এনামুল হক ও সম্পাদক রুপন ভূঁইয়াকে আটক করা সম্ভব হয়নি। অভিযানে নগদ ১ কোটি ৫ লাখ টাকা,৭২০ ভরি স্বর্ণ ও অস্ত্র পাওয়া যায়।

 

মঙ্গলবার সকাল ১০টার পর রাজধানীর পুরান ঢাকার মুরগিটোলা এলাকার একটি ভবনে ওই দুই নেতার দু’টি ফ্ল্যাটে র‌্যাব অভিযান চালায়।

 

র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) সাফি উল্লাহ বুলবুল গণমাধ্যমকে জানান, অভিযানে নগদ এক কোটি ৫ লাখ টাকা ও ৭৩০ ভরি স্বর্ণ জব্দ করা হয়েছে। এছাড়া একটি বিদেশি শটগান, দুটি স্নাইপার রাইফেল এবং দুটি রিভলবার উদ্ধার করা হয়। তবে পালিয়ে গেছেন অভিযুক্ত এনামুল হক ও রূপন ভূঁইয়া। তারা ওয়ান্ডারার্স ক্লাবের শেয়ার হোল্ডার।

র‌্যাবের পক্ষ থেকে পাঠানো এক ক্ষুদেবার্তায় বলা হয়, দুপুর সাড়ে ১২টায় বানিয়ানগর, মুরগিটোলায় (দয়ারগঞ্জ নতুনরাস্তা) এক ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।