অগ্নিকাণ্ডে রুশ বিমানের জরুরি অবতরণ, নিহত ১৩

প্রকাশিত: ৬:৪৭ পূর্বাহ্ণ, মে ৬, ২০১৯

দুর্ঘটনার কবলে পড়ে রাশিয়ার এয়ারোফ্লোট এয়ারলাইন্সের একটি বিমানের ১৩ জন যাত্রী নিহত হয়েছেন । বিমানটিতে ৭৮ জন যাত্রী ছিল বলে জানা গেছে।

আগুন ধরে যাওয়ায় রোববার রাশিয়ার শহর মারমানস্কের শেরেমেতিয়েভো আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে এয়ারোফ্লোট এয়ারলাইন্সের সুখোই সুপারজেট বিমানটি।

চিকিৎসাকর্মীদের বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা তাস জানায়, এ দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। অন্তত ৫ জন আহত হয়েছেন। এছাড়া বেশকয়েকজন যাত্রী নিখোঁজ রয়েছেন।

এ বিমানটির মস্কো থেকে উত্তরাঞ্চলীয় শহর মুরমাস্কে যাওয়ার কথা ছিল। কিন্তু উড্ডয়নের পর আগুনের কারণে জরুরি অবতরণ করে বিমানটি। এটি মস্কোর চারপাশে দুটি চক্কর দিয়ে প্রায় ৪৫ মিনিট পর অবতরণ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।

রাশিয়ার সংবাদ সংস্থা জানায়, কালো ধোঁয়াতে ঢেকে যায় গোটা এলাকা। রানওয়েতে দাঁড়ানো বিমানটিতে এরপর দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। বিমানে কেন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি।বিমানটিতে কতজন ক্রু ছিল তাও জানা যায়নি।