শেখ হাসিনার আসনে অন্য সব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
মোঃ আল আমিন হোসাইন মোঃ আল আমিন হোসাইন
সিনিয়র সম্পাদক

ডেস্ক রিপোর্ট: নির্বাচন কমিশনের নিয়মানুসারে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের জামানতের টাকা ফেরত পেতে হলে প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট পেতে হয়। সেই হিসেবে ক্ষমতাশীল দল আওয়ামী লীগ ছাড়া প্রায় সব দলের প্রার্থিরা বিভিন্ন সংসদীয় এলাকায় প্রত্যাশিত ভোট পাননি। যে কারণে তাদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসনে প্রতিদ্বন্দ্বিতা করা অন্য সব প্রার্থির জামানত বাজেয়াপ্ত।নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, গোপালগঞ্জ-৩ আসনের ১০৮টি কেন্দ্রে মোট ভোটার ছিল দুই লাখ ৪৬ হাজার ৮১৮। ভোট দিয়েছেন দুই লাখ ৩০ হাজার ১৪১ জন।
এর মধ্যে নৌকা প্রতীকে শেখ হাসিনা পেয়েছেন দুই লাখ ২৯ হাজার ৫৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিংহ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী উজীর ফকির ৪, আপেল প্রতীকে এনামুল হক ১০, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের প্রার্থী মারুফ শেখ পেয়েছেন ৭১ ভোট।
গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া –টুঙ্গিপাড়া) আসনে শেখ হাসিনার পাঁচজন প্রতিদ্বন্দ্বী গোহারা হেরেছেন।এই আসনে সেখানে দেশের অন্যতম দল বিএনপির প্রার্থী এস এম জিলানী পেয়েছেন মাত্র ১২৩ ভোট।