মন্ত্রিত্ব পাননি তোফায়েল, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি
মোঃ আল আমিন হোসাইন মোঃ আল আমিন হোসাইন
সিনিয়র সম্পাদক

তোফায়েল আহমেদ ও টিপু মুনশি। ছবি: টাইমস বিডি
ডেস্ক রিপোর্ট :একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা তৃতীয়বারের মতো জয়ী আওয়ামী লীগ সরকারের নতুন মন্ত্রীসভার নাম ঘোষণা করা হয়েছে। এতে প্রধানমন্ত্রীসহ ৪৭ জনের মন্ত্রীসভার নাম ঘোষণা করা হয়।
নতুন মন্ত্রীসভায় বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদকে রাখা হয়নি। তার পরিবর্তে বাণিজ্য মন্ত্রাণালয়ের দায়িত্ব পাচ্ছেন মুক্তিযোদ্ধা টিপু মুনশি। তিনি রংপুর-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক।
রোববার বিকালে আনুষ্ঠানিকভাবে নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
তিনি জানান, সোমবার বিকাল সাড়ে ৩ টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ শপথ বাক্য পাঠ করাবেন।