
সিলেট ঘুরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ঢাকায় ফিরল। এক দিনের বিরতির পর আজ থেকে আবার শুরু হচ্ছে চার-ছক্কার ঝড়। কোয়ালিফায়ার বা এলিমিনেটর পর্বে খেলবে কারা তা এখনো নিশ্চিত হয়নি। তবে সুবিধাজনক অবস্থানে রয়েছে ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চিটাগং ভাইকিংস, রংপুর রাইডার্স ও রাজশাহী কিংস। একটু পিছিয়ে সিলেট সিক্সার্স ও খুলনা টাইটানস।
জমজমাট বিপিএলে বিদেশি তারকা রিলি রুশো, ডেভিড ওয়ার্নার, ফ্রাইলিঙ্ক, পুরনোদের সঙ্গে পাল্লা দিয়ে আলো ছড়াচ্ছেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মোহাম্মদ মিথুন, লিটন দাস, তামিম ইকবাল, সাব্বির রহমান, মাশরাফি বিন মর্তুজা, শফিউল ইসলাম, তাসকিন আহমেদরা। দেশি ও বিদেশি ক্রিকেটারদের ব্যাট ও বলের লড়াই চলছে সেয়ানে সেয়ানে।
এক নজরে দুইপর্ব শেষে সেরা পাঁচে থাকা ব্যাটসম্যান ও বোলাররা-
বিপিএলের সেরা পাঁচ ব্যাটসম্যান
রাইলি রুশো:
দুর্দান্ত ফর্মে আছেন সাউথ আফ্রিকান এই ব্যাটসম্যান। ঢাকা-সিলেট পর্ব মিলিয়ে সবচেয়ে ধারাবাহিকভাবে হেসেছে তার ব্যাট। তারকা ও বিদেশি ব্যাটসম্যানে ভরা রংপুর রাইডার্সে নিজের জায়গা শক্ত করেছেন তিনি। ৭ ম্যাচে চার ফিফটিতে ১৪৪ স্ট্রাইকরেটে ৩৪৯ রান করে সবার ওপরে প্রোটিয়া বাঁহাতি এই ব্যাটসম্যান।
নিকোলাস পুরান:
ক্যারিবীয় ব্যাটসম্যান রান তোলার দিক থেকে আছেন টেবিলের দুইয়ে। দুইপর্ব মিলিয়ে সর্বোচ্চ ১৮টি ছক্কা মেরেছেন তিনি। সিলেট সিক্সার্সের উইকেটরক্ষক ব্যাটসম্যান ৭ ম্যাচে ১৫৫.৪১ স্ট্রাইকরেটে দুই ফিফটির কল্যাণে করেছেন ২৪৪ রান।
ডেভিড ওয়ার্নার:
ডেভিড ওয়ার্নারের এবারের বিপিএল যাত্রা শেষ হয়েছে সিলেটে। ১৩১.১৭ স্ট্রাইকরেটে করেছেন ২২৩ রান। ফিফটি পেয়েছেন তিনটি।
জুনায়েদ সিদ্দিকী:
কেবল একটি মাত্র ফিফটি পেয়েছেন তিনি। কিন্তু এরই মধ্যে ২০৩ রান তুলে তালিকার চারে উঠে এসেছেন খুলনা টাইটানস ওপেনার।
মুশফিকুর রহিম:
পাঁচ ম্যাচ খেলেই তালিকার পাঁচে উঠে এসেছেন চট্টগ্রাম ভাইকিংস অধিনায়ক মুশফিকুর রহিম। ১৩৯.৪১ স্ট্রাইকরেটে করেছেন ১৯১ রান। ফিফটি পেয়েছেন দুটি।
বিপিএলের সেরা পাঁচ বোলার
তাসকিন আহমেদ:
এবারের বিপিএলে শুরু থেকেই দুর্দান্ত ফর্মে আছেন তাসকিন। সিলেট সিক্সার্সের হয়ে ৭ ম্যাচে নিয়েছেন ১৪ উইকেট।
শফিউল ইসলাম:
দেশি বোলারদের ধারা বজায় রেখে ১৩ উইকেট নিয়ে টেবিলের দুইয়ে আছেন শফিউল। ডেথ ওভারগুলোতে বল করে নিয়মিত পাচ্ছেন সাফল্যও।
মাশরাফি বিন মর্তুজা:
বল হাতে অপ্রতিরোধ্য রংপুর অধিনায়ক মাশরাফি। ৭ ম্যাচে ১২ উইকেট নিয়ে তালিকার তিনে আছেন নড়াইল এক্সপ্রেস।
সাকিব আল হাসান:
অতীত আসর মিলিয়ে বিপিএলের এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেটসংগ্রাহক চলতি আসরে আছেন টেবিলের চারে। ৬ ম্যাচে ঢাকা ডায়নামাইটস অধিনায়ক উইকেট নিয়েছেন ১০টি।
রবি ফ্রেইলিঙ্ক:
অন্যদের থেকে কম ম্যাচ খেলেই মাত করেছেন এই প্রোটিয়া অলরাউন্ডার। মাত্র চার ম্যাচে ৯ উইকেট নিয়েছেন তিনি।