
মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টি সরকারে থাকবে নাকি বিরোধী দলে- এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে দলের নবনির্বাচিত সংসদ সদস্য ও প্রেসিডিয়াম সদস্যরা যৌথ সভায় বসেছেন।
বুধবার দুপুর ১২টার দিকে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এই যৌথসভা শুরু হয়।
এর আগে মঙ্গলবার বনানীতে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় দলটির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, “সংবিধান অনুযায়ী আমরা বিরোধী দল হতে পারব সমস্যা নাই। মহাজোটের সঙ্গে আলোচনা করে এবং দলের প্রেসিডিয়ামের সঙ্গে বসে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। ”