কলকাতায় সন্দেহভাজন বাংলাদেশি যুবক আটক

প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৯

ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দফতর কলকাতার ফোর্ট উইলিয়ামের সামনে থেকে এক সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। তার নাম নুর আলি মির্ধা। বাড়ি বাংলাদেশের নড়াইলে। গত মঙ্গলবার নুর আলিকে আটক করে হেস্টিংস থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ওইদিন বিকালের দিকে ওই যুবককে ফোর্ট উইলিয়ামের সামনে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় সাদা পোশাকের পুলিশের। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করতেই জানা যায় তার কাছে ভারতে প্রবেশের কোন পাসপোর্ট বা বৈধ নথি নেই। তার কথাবার্তাতেও বেশ অসঙ্গতি লক্ষ্য করা যায়। তখনই তাকে গ্রেফতার করা হয়। তবে র্ফোট উইলিয়ামের সামনে কেন সে ঘোরাঘুরি করছিল সেই বিষয়টি পুলিশের কাছে এখনও পরিস্কার নয়।

গতকাল বুধবার দুপুরের দিকে কলকাতার ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে তাকে ১৯ জানুয়ারী পর্যন্ত পুলিশ রিমান্ডের নির্দেশ দেয়। তার বিরুদ্ধে ১৪ ফরেনার্স অ্যাক্ট সহ বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে।