হারের ম্যাচে লঙ্কানদের জরিমানা

প্রকাশিত: ১০:২৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ৪, ২০১৯

বছরের প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে নেমে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৫ রানে হেরেছে হেরেছে শ্রীলঙ্কা। পাশাপাশি স্লো ওভার রেটের কারণে দলের সবাইকে গুনতে হয়েছে জরিমানাও।

লাসিথ মালিঙ্গার দলকে।
ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে শ্রীলঙ্কা দলকে। অধিনায়ক হিসেবে লাসিথ মালিঙ্গার জরিমানার ভাগটাও বড়। তাকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।

এক বার্তায় আইসিসি জানিয়েছে, এ ম্যাচে শ্রীলঙ্কা নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বল করে। আইসিসি’র খেলোয়াড়দের আচরণ বিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী যা অপরাধ বলে বিবেচনা করা হয়।

ওয়ানডেতে শ্রীলঙ্কা আগামী ১২ মাসে মালিঙ্গার অধীনে দ্বিতীয়বার এমন অপরাধ করলে নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে এ অধিনায়ককে। স্লো ওভার রেটের অভিযোগের পর মালিঙ্গা নিজের কৃতকর্ম স্বীকার করে নিয়েছেন। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি