হতাশায় আশা জাগাবে আমার বই: হিরো আলম

প্রকাশিত: ১২:৫৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০১৯
আলোচিত অভিনেতা হিরোআলম। ফাইল ছবি

অভিনয় ও রাজনীতির পর এবার বই নিয়ে আলোচনায় আশরাফুল আলম ওরফে হিরো আলম। অমর একুশে গ্রন্থমেলা-২০১৯ এ আসছে আলোচিত অভিনেতার একটি বই।

নিজের লেখা বই নিয়ে হিরো আলম বলেন, আমরা দেখি অনেকে অল্প হতাশাতেই ঘাবড়ে যায়, অনেকে আবার আত্মহত্যা করে। এসব বিষয়ে মানুষ যেন ভেঙে না পড়ে, সকল বাধা-বিপত্তি মাড়িয়ে আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। মূলত হতাশাগ্রস্ত মানুষকে আশা দেখানোর বিষয়গুলোই তুলে ধরা হয়েছে।

তিনি বলেন, আমি হিরো আলম হয়তো মারা যাব। কিন্তু আমার লেখা বইটি থেকে যাবে এবং একদিন না একদিন আমার এই লেখা আপনাদের কাঁদাবে- কথা দিলাম।

হিরো আলমের লেখা বই

দর্শকদের উদ্দেশে তিনি বলেন, বইটি যদি আপনারা কেউ নাও কেনেন তারপরও অনুরোধ করব আপনারা একবার হলেও বইটা দেখবেন। আশা করি সবার ভালো লাগবে।

আগামী সোমবার থেকে হিরো আলম নিজেই স্টলে বসে অটোগ্রাফ দেবেন ভক্তদের বলেও জানান তিনি।