‘সুবিচার নিশ্চিতে অগ্রাধিকার দেয়া হবে’

প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০১৯

আগামী ৫ বছরে জনগণের সুবিচার ও সুষ্ঠু বিচার ব্যবস্থা নিশ্চিত করতে অগ্রাধিকার দেয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

মঙ্গলবার সচিবালয়ে নিজ দফতরে মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ কথা জানান তিনি।

আনিসুল হক বলেন, ‘মানুষের সুবিচার কি হওয়া উচিত তা বঙ্গবন্ধুর রেখে যাওয়া সংবিধানেই উল্লেখ রয়েছে। সেই বিষয়গুলো নিশ্চিত করেই মানুষের সুবিচারের ব্যবস্থা করা হবে।’
দ্বিতীয় মেয়াদেও আইনমন্ত্রীর দায়িত্ব দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, গত সরকারের সময় অনেকগুলো পদক্ষেপ নেয়া হয়েছে। সেগুলো আরও জোরদার ও সুদৃঢ় করা হবে।

আইনমন্ত্রী বলেন, ‘গতবার আমার মন্ত্রণালয়ের দু’টো বিভাগই আমাকে সহযোগিতা করেছে। যার ফলে অনেক কাজই করা সম্ভব হয়েছে। গতবারের অভিজ্ঞতার আলোকে অসম্পাদিত কাজগুলো এগিয়ে নিতে চাই।’