সুনামগঞ্জে হামলা : শাল্লা থানার ওসি সাসপেন্ড

প্রকাশিত: ৯:০৫ পূর্বাহ্ণ, এপ্রিল ৭, ২০২১
নাজমুল হক। ফাইল ছবি

সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হককে সাসপেন্ড করে বরিশাল রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। এছাড়া দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলামকে মৌলভীবাজারে বদলি করা হয়েছে।

সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মঙ্গলবার রাত ১২টায় টাইমস বিডিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যেহেতু শাল্লার নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের ওপর এমন ঘটনা ঘটতে পারে সেটা তারা বলার পরও তিনি দায়িত্ব পালনে অবহেলা করেন তাই শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হককে সাসপেন্ড করে বরিশাল রেঞ্জে বদলি করা হয়েছে।

দিরাই থানার ওসি আশরাফুল ইসলাম

প্রসঙ্গত, ফেসবুকে দেয়া পোস্টকে কেন্দ্র করে গত ১৭ মার্চ শাল্লার নোয়াগাঁও গ্রামের ৮৮টি হিন্দুবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

এ ঘটনায় ১৮ মার্চ সন্ধ্যায় থানায় পৃথক দুইটি মামলা করা হয়। নোয়াগাঁও গ্রামবাসীর পক্ষে একটি মামলা করেন হবিবপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল। অন্য মামলাটি করেন শাল্লা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম।