সভা বর্জনের পর জরুরি বৈঠকে ঐক্যফ্রন্ট

প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৮

বিশেষ প্রতিনিধি : নির্বাচন কমিশনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক বর্জনের পর জরুরি বৈঠক ডেকেছে জাতীয় ঐক্যফ্রন্ট। মঙ্গলবার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

সন্ধ্যায় জরুরি বৈঠকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রচার ও মিডিয়া সেলের কর্মকর্তা মেহেদী মাসুদ। বৈঠকে নির্বাচন বিষয়ে জরুরি আলোচনা ও পরবর্তী করণীয় ঠিক করা হবে বলে জানান তিনি।

দুপুরে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠকে তুমুল উত্তাপ ছড়িয়েছে। উত্ত্যপ্ত বাক্যবিনিময় হয়েছে দুপক্ষে। একপর্যায়ে সভাশেষ না করেই সংক্ষুব্ধ হয়ে বেরিয়ে আসেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনসহ অন্যরা।

ঐক্যফ্রন্ট নেতাদের অভিযোগ, নির্বাচনী প্রচারে হামলা-বাধা ও পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ শুনতে প্রধান নির্বাচন কমিশনার অনীহা প্রকাশ করেন। উপরন্তু তিনি পুলিশের পক্ষে অবস্থান নিয়ে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতার সঙ্গে ‘অশোভন আচরণ’ করেন। এ কারণে তারা সভা থেকে উঠে আসেন।