শ্রমিকরা কাজে যোগ না দিলে কারখানা বন্ধ : বিজিএমইএ সভাপতি

প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০১৯

আগামীকালের মধ্যে কাজে যোগ না দিলে সব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন পোশাক শিল্প মালিকদের সংগঠনের (বিজিএমইএ) সভাপতি সিদ্দিকুর রহমান।

আজ রবিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনে পোশাক শিল্পে উদ্ভূত পরিস্থিতি নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে সংগঠনের সভাপতি এ কথা বলেন।

বিজিএমইএ সভাপতি বলেন, আগামীকালের মধ্যে শ্রমিকরা কাজে যোগ না দিলে শ্রম আইনের ১৩ (১) ধারা মোতাবেক অনির্দিষ্টকালের জন্য সব কারখানা বন্ধ করে দেওয়া হবে। নো ওয়ার্ক নো পে। অর্থাৎ কোনো বেতন দেওয়া হবে না।’

এ সময় তিনি শ্রমিকদের অনুরোধ করে বলেন, আপনারা কাজে যোগ দিন। আর না হয় কারখানা বন্ধ করে দেওয়া ছাড়া কোনো পথ থাকবে না। এতে দেশ ক্ষতিগ্রস্ত হবে, আপনারাও ক্ষতিগ্রস্ত হবেন।

সভাপতি সিদ্দিকুর রহমান আরও বলেন, ‘মজুরি কাঠামো নিয়ে আন্দোলন করার যৌক্তিকতা নেই। এ বিষয়ে সরকার গঠিত ত্রিপক্ষীয় কমিটি কাজ করছে। আপনাদের সরলতার সুযোগ নিয়ে একটি স্বার্থান্বেষী মহল শিল্পে আপনাদেরকে ব্যবহার করে অরাজক পরিস্থিতি সৃষ্টির তৎপরতায় লিপ্ত রয়েছে। আপনাদের সরলতার সুযোগে দেশের অর্থনীতির প্রধান ও প্রধান কর্মস্থলের খাত নিয়ে কেউ ছিনিমিনি খেলবে তা হতে দেবেন না। আপনাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হতে পারে এমন কোনো খাত এখনও গড়ে ওঠেনি। আপনারা কর্মহীন হবেন।’