শেয়ারবাজারে ১০ মাসে সর্বনিম্ন লেনদেন

প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৮

ডেস্ক রিপোর্ট : নির্বাচনকে সামনে রেখে শেয়ারবাজারে তারল্য প্রবাহ কমছেই। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩১৪ কোটি টাকা লেনদেন হয়েছে। ডিএসইর এ লেনদেন গত ১০ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে চলতি বছরের ২৮ মার্চ ডিএসইতে ২৭৭ কোটি টাকা লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে সোমবার ৩৩৯টি কোম্পানির ৮ কোটি ৬০ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার মোট মূল্য ৩১৪ কোটি ৫৬ লাখ টাকা। এর মধ্যে দাম বেড়েছে ৬১টি কোম্পানির শেয়ারের, কমেছে ২৩১টি এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানির শেয়ারের দাম। ডিএসই ব্রড সূচক আগের দিনের চেয়ে ৩৩ পয়েন্ট কমে ৫ হাজার ২১৮ দশমিক ১ পয়েন্টে নেমে এসেছে। ডিএসই-৩০ মূল্যসূচক ১ দশমিক ৬২ পয়েন্ট কমে ১ হাজার ৮৪২ দশমিক ১৬ পয়েন্টে নেমে এসেছে। ডিএসই শরীয়াহ সূচক ৫ দশমিক ২৮ পয়েন্ট কমে ১ হাজার ২০১ দশমিক ৫১ পয়েন্টে নেমে এসেছে। ডিএসইর বাজারমূলধন আগের দিনের চেয়ে বেড়ে ৩ লাখ ৭৮ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে।

জানতে চাইলে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, সামগ্রিকভাবে আর্থিক খাতের সূচকগুলো নেতিবাচক। বাজারে এর প্রভাব পড়তে পারে। পাশাপাশি জাতীয় নির্বাচনের রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা রয়েছে। এটি বাজারের জন্য ইতিবাচক নয়।

শীর্ষ দশ কোম্পানি : সোমবার ডিএসইতে যেসব প্রতিষ্ঠানের শেয়ার বেশি লেনদেন হয়েছে সেগুলো হল- স্কয়ার ফার্মা, জেএমআই সিরিঞ্জ, ইউনাইটেড পাওয়ার, ব্র্যাক ব্যাংক, আনলিমা ইয়ার্ন, খুলনা পাওয়ার, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল টি কোম্পানি এবং গ্রামীণফোন। ডিএসইতে সোমবার যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি বেড়েছে সেগুলো হল- সানলাইফ ইন্স্যুরেন্স, আনলিমা ইয়ার্ন, প্রাইম ফাইন্যান্স প্রথম মিউচুয়াল ফান্ড, রূপালী লাইফ, ডেফোডিল কম্পিউটার, গ্লোবাল ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, শাহজিবাজার পাওয়ার, এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড-১ এবং এনসিসি ব্যাংক প্রথম মিউচুয়াল ফান্ড। অন্যদিকে যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি কমেছে সেগুলো হল- জুট স্পিনার্স, আইএসএন লিমিটেড, এমএল ডাইং, জেএমআই সিরিঞ্জ, কাট্টালি টেক্সটাইল, ইন্দো-বাংলা ফার্মা, ন্যাশনাল টি কোম্পানি, সোনালি আঁশ, স্টাইলক্র্যাফট লিমিটেড এবং কুইনসাউথ টেক্সটাইল।