রেকর্ড ছাড়িয়ে বগুড়ায় আক্রান্ত ১৬১ জন

মিরাজুল ইসলাম মিরাজুল ইসলাম

জেলা প্রতিনিধি, বগুড়া

প্রকাশিত: ১০:০৯ পূর্বাহ্ণ, জুন ৮, ২০২০

বগুড়ায় গত ২৪ ঘন্টায় নতুন  করে ১৬১ জন করোনায় শনাক্ত। শহিদ জিয়াউর রহমান  মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষাগার ও ঢাকার একটি পিসিআর ল্যাবরেটরিতে, টিএমএসএস ল্যাব থেকে সিভিল সার্জনের কাছে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বগুড়া জেলা ডেপুটি  সিভিল সার্জন  ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এই নিয়ে জেলায় মোট আক্রান্ত ৭৯০ জন। এর মধ্য সুস্থ হয়ে বাসায় ফিরেছে ৫৩ জন।  নতুন করে ১ জনের মৃত্যু নিয়ে মোট মৃতের সংখ্যা ০৭ জন

সিভিল সার্জন  জানিয়েছে, আজকে  শজিমেকের ১৮৮ টি ও টিএমএসএস এর ৩৫ টি এবং ঢাকার পিসি আর ল্যাব এ ৫৫০ টি নমুনা পরীক্ষা করা হয়।  শজিমেকের  ফলাফলে বগুড়ার ১৮৮ নমুনার মধ্য ৪১ টি পজিটিভ ও টিএমএসএস এর ৩৫ এর মধ্য ১৮ জন বাকি ঢাকার ৫৫০ টি নমুনার  ফলাফলে বগুড়ায় ১০২ জন পজিটিভ । এ পর্যন্ত ৭৯০ জন করোনায় আক্রান্তের মধ্যে ৪৫ পুলিশ, ১৫ কারারক্ষী এবং ৩৫ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী আছেন।

সময় যত যাচ্ছে বগুড়াতে করোনাভাইরাস প্রাদুর্ভাব আরো বেড়ে যাচ্ছে।  যেখানে বগুড়ায় ৭ মে, করোনায় আক্রান্ত ছিল মোট-৩০জন। গতকাল ৭ জুন, মোট আক্রান্ত-৭৯০জন

সামাজিক সংক্রমণ শুরু হয়ে গেছে বগুড়াবাসীকে সতর্ক থাকার আহব্বান জানিয়েছেন ডেপুটি  সিভিল সার্জন  ডা. মোস্তাফিজুর রহমান।