যশোরে আফিল-রণজিতের হ্যাটট্রিক জয়

প্রকাশিত: ১২:৪৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৮

টানা তৃতীয় জয় পেলেন যশোর-১ (শার্শা) আসনে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন ও যশোর-৪ আসনে রণজিৎ কুমার রায়।

একাদশ সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে বিপুল ভোটের ব্যবধানে তৃতীয়বারের মতো তারা নির্বাচিত হয়েছেন। দুজনের বিজয়ে দলীয় নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা বইছে।

ইসি সূত্র জানায়, যশোর-১ (শার্শা) আসনে দুই লাখ ৯ হাজার তিন ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী শেখ আফিল উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি পেয়েছেন চার হাজার ৮০২ ভোট।

এর আগে ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনে শেখ আফিল উদ্দীন ৯৪ হাজার ৫৫৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের আজিজুর রহমান ৮৮ হাজার ৭০০ ভোট পান।

সর্বশেষ ২০১৪ সালের দশম সংসদ নির্বাচনে শেখ আফিল উদ্দিন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এদিকে, যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে দুই লাখ ৭১ হাজার ৬৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী রণজিৎ কুমার রায়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী টিএস আইয়ুব পেয়েছেন ২৫ হাজার ৯১৯ ভোট।

২০০৮ সালে নবম সংসদ নির্বাচনে রণজিৎ কুমার রায় নৌকা মার্কায় ১ লাখ ২ হাজার ১৫৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব ধানের শীষ প্রতীকে ৯৭ হাজার ৫২০ ভোট পান।

২০১৪ সালে দশম সংসদ নির্বাচনে রণজিৎ কুমার রায় ৭৭ হাজার ৩৬২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) শেখ আবদুল ওহাব ৩৫ হাজার ৮৬০ ভোট পান।