মানবতাবিরোধী অপরাধে সুনামগঞ্জে ৫ আসামি গ্রেফতার

প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৮

মানবতাবিরোধী অপরাধের মামলায় এক সাবেক ইউপি চেয়ারম্যানসহ সুনামগঞ্জে পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

এছাড়া দিরাইয়ের পেরুয়া গ্রাম থেকে মৃত জহুর আলীর ছেলে আব্দুল জলিলকে গ্রেফতার করা হয়।

দিরাই থানার ওসি মো. মোস্তফা কামাল ও শাল্লা থানার ওসি মো. আশরাফুল ইসলাম জানান, আসামিদের প্রত্যেককে নিজ নিজ গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, জেলার উজাননগাঁও, শ্যামারচর ও পেরুয়ায় ৭১’ সালে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শাল্লা উপজেলার পেরুয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা রজনী দাস ২০১৫ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে মামলা করেছিলেন।

ওই মামলায় ১১ জনের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান যুগান্তরকে জানান, মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় সুনামগঞ্জের দিরাই ও শাল্লা থেকে গ্রেফতারি পরোয়ানাভুক্ত পাঁচ আসামিকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ।