মাত্র চারদিনে শেষ হবে করোনা ভাইরাস।

প্রকাশিত: ১১:৪৫ পূর্বাহ্ণ, মার্চ ২১, ২০২০

মাত্র চারদিনে শেষ হবে করোনা ভাইরাস।
মাত্র চারদিনেই সুস্থ হয়ে উঠবে করোনা আক্রান্ত রোগী।করোনা ভাইরাস মহামারীতে বিপর্যস্ত জনজীবনে এই স্বস্তির নিঃশ্বাস নিয়ে এলো চীন।
করোনা আক্রান্ত এক হাজারের অধিক রোগীর মধ্যে এই প্রতিষেধক প্রয়োগ করে সফলতা পেয়েছে চীন।
৮১হাজার ১৯৩ জন রোগীর মধ্যে ৭১ হাজার ২৫৮ জন রোগীকে সুস্থ করে বাড়িতে পাঠিয়েছে চীন।

চায়নার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী নিশ্চিত করেছেন জাপানের তৈরি এই ওষুধ “ফাভি পীরাবীর” খুব কার্যকর হয়েছে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের ক্ষেত্রে।
মাত্র চারদিনে ই পুরোপুরি সুস্থ হয়ে ঘরে ফিরেছেন রোগীরা। বাংলাদেশের মানুষের জন্য আশার কথা হলো চায়নার একটি মেডিকেল টীম করোনা প্রতিরোধে প্রয়োজনীয় ওষুধপত্র নিয়ে ইতিমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছেন।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ দিতে হয় এই জন্যই যে বাংলাদেশের মতো একটি দেশের প্রধানমন্ত্রী হয়ে ও তিনি সেইদিন করোনা দুর্গত চীনের পাশে দাঁড়িয়েছিলেন।
প্রায় দশ লক্ষ হ্যান্ড গ্লাভস , মাস্ক উপহার পাঠিয়েছিলেন চীন ও সেই দেশের মানুষের জন্য।
আজ চীন ও বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে।
এটা ও আরেকটা সুখবর।
তৃতীয় সুখবরটি হলো করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সংখ্যা সাউথ আফ্রিকায় প্রায় দুইশত দুই জন।
কিন্তু আশার কথা হলো বয়স্ক ও রোগাক্রান্ত হওয়ার সত্বেও এখনো একজন মানুষের মৃত্যু হয়নি।
তার জন্য এই দেশের বিজ্ঞানীরা এই দেশের গরম আবহাওয়ার কথা বলেছেন।
প্রচন্ড গরমে ভাইরাস টি সুবিধা করতে না পারার কথা বলেছেন।
আমরা সুস্থ থাকতে চাই , ভালো থাকতে চাই এবং বেঁচে থাকতে চাই।