ভোট বর্জন, পুনঃ নির্বাচনের দাবি মান্নার

প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৮

বগুড়া প্রতিনিধি : নানা অনিয়ম আর কারচুপির অভিযোগে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

রোববার বিকালে বগুড়া শহরতলির চার তারকা হোটেল নাজ গার্ডেনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে মাহমুদুর রহমান মান্না বলেন, প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী শরিফুল ইসলাম জিন্নাহর লোকজন শনিবার রাত ১২টার দিকে কেন্দ্র দখল করে ব্যালটে সিল মেরে বাক্সে ফেলেছে।

রোববার ফজরের নামাজের সময় থেকে লোকজন ভোটকেন্দ্রের দিকে আসতে থাকলে লাঙ্গল মার্কার লোকজন ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে তার লোকজন আধা ঘণ্টাও ভোট দিতে পারেননি।

তিনি দাবি করেন, পুলিশ কিচক, পাতাইরসহ বিভিন্ন কেন্দ্রে তালা ঝুঁলিয়ে দিয়ে ভোটদানে বাধা দিয়েছে। ১১০টি কেন্দ্রের মধ্যে পুলিশ ৫০ শতাংশ কেন্দ্রে তালা দেয়। এছাড়া লাঙ্গল মার্কার লোকজনের কারণে তাদের ৭০ শতাংশ ভোটার ভোট দিতে পারেননি।

মাহমুদুর রহমান মান্না বলেন, নির্বাচনে অরাজকতার কারণে তিনি বর্জন বা বাতিল নয়; পুনরায় তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন।

এ প্রসঙ্গে বগুড়ার সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার আবদুল জলিল বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী মাহমুদুর রহমান মান্নার অভিযোগ সত্য নয়। পুলিশ কোনো কেন্দ্রে তালা দেয়নি আর কাউকে ভোটদানে বাধাও দেয়নি।