ভারতে সোয়াইন ফ্লুতে মৃত ৪২, প্রতিবেশী দেশেও ছড়িয়ে পড়ার আশঙ্কা

প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০১৯

ভারতের কয়েকটি রাজ্যে আশঙ্কাজনকভাবে ছড়িয়ে পড়েছে সোয়াইন ফ্লু ভাইরাস। চলতি জানুয়ারি মাসে শুধুমাত্র রাজস্থান রাজ্যে এই ভাইরাসে এখন পর্যন্ত ৪০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে আরও এক হাজারেরও বেশি।

ভারতের সোয়াইন ফ্লুর প্রভাব প্রতিবেশী দেশগুলোতেও ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন অনেকে।

এছাড়াও নয়াদিল্লিতে এ ভাইরাসে আক্রান্ত দুই ব্যক্তি মারা গেছেন। গত ১৩ জানুয়ারি পর্যন্ত সেখানে ১৬৮ জন আক্রান্ত হওয়ার ঘটনার খবর পাওয়া গেছে।

শীতের মাস ডিসেম্বর ও জানুয়ারিতে রাজস্থান এবং নয়াদিল্লিতে সোয়াইন ফ্লুর সংক্রমণ বেড়ে গেছে।

খুব সহজেই একজন থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে পড়া এই এইচ১এন১ ভাইরাসে গত বছর দেশটিতে এক হাজার ১শ’ জন মারা গেছেন। আর আক্রান্ত হয়েছে ১৫ হাজার।