বোয়ালখালীতে ‘যানজট কমাতে’ ১৩ হকার গ্রেফতার

প্রকাশিত: ৫:১৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২১

চট্টগ্রামের বোয়ালখালীতে ১৩ হকারকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ উঠেছে, সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদের গাড়ি যানজটে আটকে পড়ার পর ওই হকারদের গ্রেফতার করে পুলিশ। তবে এটিকে ‘নিয়মিত অভিযান’ বলে দাবি করেছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা সদর হাসপাতাল এলাকা থেকে ওই ১৩ জনকে গ্রেফতার করা হয়।

স্থানীয় একটি সূত্রের দাবি, শুক্রবার সকালে চট্টগ্রাম-৮ আসনের এমপি মোছলেম উদ্দিন আহমদ একটি সড়ক উদ্বোধনে বের হন। উপজেলা সদর অতিক্রম করার সময় তার গাড়ি যানজটে আটকা পড়ে। পরে পুলিশ উপজেলা সদর হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে ১৩ হকারকে গ্রেফতার করে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম টাইমস বিডিকে বলেন, ‘ট্রাফিক এবং থানা পুলিশের উদ্যোগে উপজেলা সদর হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে ১৩ হকারকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ট্রাফিক বিভাগের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।’

এমপির গাড়ি যানজটে আটকে পড়ায় এ অভিযান চলেছে কি-না জানতে চাইলে ওসি বলেন, ‘এটি গুজব। হাসপাতাল এলাকায় নিয়মিত যানজট হওয়ায় রোগী নিয়ে চলাচল করতে ভোগান্তি হয়। তাই ট্রাফিক এবং থানা পুলিশের উদ্যোগে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।’