বিএনপি জামায়াত নির্বাচনকে বানচাল করতে চায় : হুইপ আতিক

প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৮

শেরপুর-১ (সদর) আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য হুইপ মোঃ আতিউর রহমান আতিকের নির্বাচনী কেন্দ্র ভাংচুর, অগ্নিসংযোগ ও নেতা কর্মীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল ১৯ ডিসেম্বর রবিবার বিকেলে শেরপুর শহরের চকবাজারস্থ দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। জেলা আওয়ামীলীগের সভাপতি নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, নৌকার বিজয় নিশ্চিত জেনে বিএনপি-জামায়াত চক্র শান্তি পূর্ন নির্বাচনকে বানচাল করতে বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড শুরু করেছে। তিনি ১৯৯৬, ২০০১, ২০০৮ এবং ২০১৪ সালে বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। টানা চার বারের পর এবার ২০১৮ সালে ৫ম বার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বার প্রান্তে। তিনি বলেন, ১৭ ডিসেম্বর সদর উপজেলার কৃষ্ণপুর দড়িপাড়া এবং ধলা ইউনিয়নের বাকারকান্দা বাগবাড়ী বাজার নৌকা প্রতীকের নির্বাচনী অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে বিএনপি- জামায়াত চক্রের নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে তিনি আরো অভিযোগ করে বলেন, নৌকা প্রতীকের বিজয় সু-নিশ্চিত ভেবে বিএনপি-জামায়াত চক্র ও দলীয় নেতাকর্মীরা নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করে আসছে। তিনি বলেন, বিএনপি প্রার্থীর নির্দেশে নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে ভাংচুর ও কর্মীদের মারধরসহ সন্ত্রাসী কর্মকান্ড করছে তারা। কামারিয়া ইউনিয়নের শোলারচর গ্রামে এক নৌকা প্রতীকের কর্মীকে ধানের শীষ প্রার্থীর নির্দেশে মারপিট করে গুরুত্বর আহত করার ঘটনায় বর্তমানে ওই কর্মী জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানান। বিএনপি ঐক্যফ্রন্ট নেতাকর্মীদের এমন সন্ত্রাসী কর্মকান্ডের বিষয়ে স্থানীয় গনমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেছেন। সংবাদ সম্মেলনে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এড. চন্দন কুমার পাল পিপি, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মিনহাজ উদ্দিন মিনাল, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জেলা আওয়ামীলীগ সদস্য ও কৃষকলীগ সাবেক কেন্দ্রিয় নেতা আলহাজ্ব বদিউজ্জামান বাদশা, জেলা আওয়ামীলীগ সদস্য অধ্যক্ষ গোলাম হাসান সুজন প্রমুখ।