বাঘের আক্রমণে আহত হরিণ লোকালয়ে

প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ণ, জুন ১০, ২০২১

সুন্দরবন সংলগ্ন মোংলায় বাঘের আক্রমণে আহত হয়ে লোকালয়ে চলে আসা একটি হরিণকে উদ্ধার করেছে বন বিভাগ। প্রাথমিক চিকিৎসা দিয়ে এটিকে আবার ছেড়ে দেয়া হয়েছে বনে।

বৃহস্পতিবার (১০ জুন) সকালে বৈদ্যমারি এলাকার দুলাল হাওলাদারের বাড়িতে চলে আসে একটি হরিণ। এরপর স্থানীয়রা বন বিভাগে খবর দেয়।

খবর পেয়ে পূর্ব সুন্দরবন চাদপাই রেঞ্জের বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছে হরিণটিকে উদ্ধার করে। এরপর এটিকে বন বিভাগের অফিসে নিয়ে আসা হয়।

সুন্দরবন চাদপাই রেঞ্জ কর্মকর্তা এনামুল হক বলেন, ‘উদ্ধার হওয়া হরিণটির গলায় কামড়ের দাগ ছিল। তাই ধারণা করা হচ্ছে, বাঘের আক্রমণের শিকার হয়ে হরিণটি লোকালয়ে চলে এসেছে।’

তিনি আরো বলেন, ‘করমজল বন্যপ্রাণি প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবিরের পরামর্শে হরিণটিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এরপর দুই ঘণ্টা পর এটিকে সুন্দরবনে ছেড়ে দেয়া হয়।’