বাংলাদেশ থেকে এবার হজে যেতে পারবেন ৫৭৮৫৬ জন

প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, এপ্রিল ১৪, ২০২২

চলতি বছর বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৮৫৬ জন হজে যেতে পারবেন। সৌদি সরকার এ তথ্য দিয়েছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল।

বুধবার (১৩ এপ্রিল) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে জামালপুরে আওয়ামী লীগের সাত নম্বর পাথর্শী ইউনিয়ন শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তব্য দেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, শেখ হাসিনা সরকার দেশের জন্য যে উন্নয়ন করেছে, অতীতের কোনো সরকার এত উন্নয়ন করতে পারেনি। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে আবারও শেখ হাসিনা সরকার দেশ পরিচালনা করতে পারবে।

চাঁদ দেখা সাপেক্ষ চলতি বছরের ১০ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এর আগে মহামারিতে সৌদি আরবের নিষেধাজ্ঞার কারণে গত দুই বছর বাংলাদেশ থেকে কেউ হজে যেতে পারেননি।