বাংলাদেশ ও আরব আমিরাতের সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০১৯

বিদ্যুৎ খাতে বিনিয়োগ, মাতারবাড়িতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল, বন্দর ও বাণিজ্য সম্প্রসারণ সংক্রান্ত চারটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত।

এরআগে সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন আরব আমিরাতের ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল। যার নেতৃত্ব দেন দেশটির অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী সুলতান আল মনসুরী।

এ সময় দুদেশের বাণিজ্য সম্পর্ককে এগিয়ে নিতে যৌথ বাণিজ্য কমিশন গঠনের প্রস্তাব দেয়া হয়। এর আগে সকালে আবুধাবিতে আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলা-আইডিএক্সে যোগদেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন দিনের জার্মানি সফর শেষে স্থানীয় সময় সকাল ৭ টায় আবুধাবি পৌঁছায় প্রধানমন্ত্রী|