বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে কলকাতায় সিনেমা

প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৮

বাংলাদেশের মুক্তিযুদ্ধের গল্প বলবে ‘৭১ ব্রোকেন লাইনস’। ছবির পরিচালক কলকাতার সুমন মৈত্র। ছবিতে অভিনয় করছেন এক ঝাঁক নবাগত অভিনেতা। সেই তালিকায় রয়েছেন সৌরভ রায়, লাহিড়ী চক্রবর্তী, সৌমিত্র ঘোষ, কৌশিক গোস্বামী, সুশীল শিকারিয়া সহ আরও অনেকে।

২০১৯ সালের ২১ ফেব্রুয়ারি, অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মুক্তি পাবে ছবিটি। ২০১২ সালে সুমন বানিয়েছিলেন ‘দশমী’। সেটা ছিল তাঁর পরিচালনায় প্রথম ছবি। কোয়েল মল্লিক, ইন্দ্রনীল সেনগুপ্ত, লকেট চাটার্জি, পিউশ গাঙ্গুলি ছিলেন সেই ছবিতে।

আর ছ’বছর পর মুক্তি পাচ্ছে তাঁর দ্বিতীয় ছবি। ‘দশমী’ ছিল একান্তই ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনে তৈরি একটি ছবি। আর এই ছবিতে পুরোপুরি ঐতিহাসিক প্রেক্ষাপটকে তুলে ধরছেন সুমন।

‘৭১ ব্রোকেন লাইনস’ মুক্তি পাওয়ার পর আরও একটি ছবি আসতে যাচ্ছে সুমন মৈত্রের পরিচালনায়।  ছবির নাম ‘ডিয়ার গড’। সেই ছবিতে অভিনয় করছেন তনুশ্রী চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকার, খরাজ মুখোপাধ্যায় এবং পল্লবী চট্টোপাধ্যায়। তবে মুক্তির তারিখ এখনও ঠিক হয়নি।