বগুড়া-২ আসনে নবনির্বাচিত সাংসদকে উপজেলা জাতীয় ছাত্র সমাজের অভিনন্দন

প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০১৯

বগুড়া-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বগুড়া জেলা জাতীয় পার্টি’র চেয়ারম্যান  আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ। ফাইল ছবি


বগুড়া (শিবগঞ্জ) প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় সংসদ-৩৭, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও বগুড়া জেলা জাতীয় পার্টির সংগ্রামী সভাপতি, একাত্তরের বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ্ এমপি দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ায় শিবগঞ্জ উপজেলা জাতীয় ছাত্র সমাজের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বলে উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি আজিজুল হক রাজু ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান স্বাক্ষরিত প্রেস রিলিজ প্রেরণ করেছেন।

গত ৩০ শে ডিসেম্বর অনুষ্টিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষাধিক ভোটে নিরঙ্কুশভাবে  তিনি দ্বিতীয় বারের জন্য সংসদ সদস্য নির্বাচিত হন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আসনটিতে মোট ১১০টি ভোটকেন্দ্রের সবগুলো থেকে প্রাপ্ত ফলাফলে শরিফুল ইসলাম জিন্নাহ পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৩৬৫ ভোট। আর তার প্রতিদ্বন্দ্বী নাগরিক ঐক্যের আহ্বায়ক ধানের শীষের প্রার্থী মাহমুদুর রহমান মান্না পেয়েছেন ৬৯ হাজার ৬০২ ভোট।

এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯৬ হাজার ৪০৪ জন। সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হয়।

১লা জানুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

০৩ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বিজয়ী সংসদ সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন হয়।