বগুড়া-মোলামগাড়ী সড়কে মরণ গর্ত, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

আব্দুর রহমান আব্দুর রহমান

শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ১:৩৯ পূর্বাহ্ণ, আগস্ট ২৮, ২০২১

বগুড়া সড়ক ও জনপদ বিভাগের বগুড়া-মোলামগাড়ী সড়কে ছোট বড় শাতাধিক গর্তের সৃষ্টি হয়েছে। যার ফলে ঝুঁকি নিয়ে চলছে হাজারো যানবাহন, প্রতিদিন ঘটছে নানা দূর্ঘটনা।

অনুসন্ধানে জানা যায়, উত্তরাঞ্চলের জয়পুরহাট, দিনাজপুর সহ কয়েকটি জেলা শহরের কাঁচা মালবাহী ভাড়ী যানবাহন সহ নানা ধরণের জরুরি রুগীর গাড়ী ও আইন প্রয়োগকারী সংস্থার যাতায়াতের সড়কটির বেহাল দশা।

উত্তরাঞ্চলের কয়েকটি জেলা থেকে নামুজা মোলামগাড়ী হয়ে বগুড়াসহ ঢাকা যাতায়াতে ৩০ কিঃ মিঃ সড়ক কম হওয়ার ফলে যানবাহন চলাচল অনেকটা বেশি করে থাকে।

পশ্চিম বগুড়ার সড়কটি দৈর্ঘ্য প্রায় ৪০কিঃ মিঃ। উক্ত সড়কটির বিভিন্ন স্থানে ছোট-বড় কয়েক শতাধিক গর্তের সৃষ্টি হয়েছে। গর্তের স্থানে দূর্ঘটনাসহ নানা ধরণের অপ্রীতিকর ঘটনা প্রতিনিহত ঘটছে। এতে করে বিভিন্ন পেষাজীবি মানুষ, যাত্রীসহ স্কুল কলেজগামী শিক্ষার্থীদের সঠিক সময়ে গন্তব্য স্থলে পৌছাঁতে না পাড়ায় জন জীবন অতিষ্ট হয়ে পড়েছে।

অতি সত্তর সচেতন মহল সড়কটি মেরামতের জন্য সংশিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছেন।