বগুড়ায় সামাজিক দূরুত্ব মেনে কৃষকদের প্রশিক্ষণ

মিরাজুল ইসলাম মিরাজুল ইসলাম

জেলা প্রতিনিধি, বগুড়া

প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, জুন ১০, ২০২০

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) বগুড়ার আয়োজনে উপজেলার কৃষকদের প্রশিক্ষণ সামাজিক দূরত্ব মেনে বুধবার সকাল ১১টায় বিএডিসির হলরুমে অনুষ্ঠিত হয়।

বৃহত্তর বগুড়া ও দিনাজপুর জেলা ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্প এর অর্থায়নে কৃষকদের ৩টি বিষয়ের উপর প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষনের বিষয়গুলো হলো, খামার পানি ব্যবস্থাপনা, সেচ যন্ত্র রক্ষণাবেক্ষণ ও সেচ দক্ষতা বৃদ্ধি।

প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) বগুড়ার তত্ত্বাবধায়ক প্রকৌশলী এস.এম. শহীদুল আলম, নির্বাহী প্রকৌশলী মো. মনিরুল ইসলাম, সহকারী প্রকৌশলী মো. মোসাদ্দেক হোসেন, সহকারী প্রকৌশলী স্বপ্নীল রায়, সহকারী প্রকৌশলী প্রিয় নাথ রায়. উপ-পরিচালক জুলফিকার মোহাম্মদ সরওয়ার জাহান।

উল্লেখ্য, বগুড়া জেলার বিভিন্ন উপজেলায় ৩০জন কৃষক উপস্থিত থেকে প্রশিক্ষণ গ্রহণ করে।