বগুড়ায় বাস চাপায় ট্রলি চালক নিহত

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০১৯

ঢাকা-বগুড়া মহাসড়কের বগুড়া জেলার শেরপুর উপজেলার গাড়ীদহ এলাকায় বাস চাপায় দুলাল হোসেন (২৫) নামের এক ট্রলি চালক নিহত হয়েছে। এ সময় ট্রলির সহকারি আলামিন (২৩) আহত হয়।

নিহত দুলাল জেলার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের পারভবানীপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকাল ৩ টায় বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল থেকে ইট বোঝাই একটি ট্রলি বগুড়ার শেরপুরে যাওয়ার পথে গাড়ীদহ এলাকায় একটি পাম্পের সামনে ঢাকাগামী একটি পরিবহনের বাস (ঢাকা মেট্রো ব-১৪-৭২৭৩) পিছন থেকে ধাক্কা দিলে ট্রলি চালক দুলাল গুরুতর আহত হয়। এ সময় এলাকাবাসীর সহযোগিতায় তাকে এ্যাম্বুলেন্স যোগে বগুড়া নেবার পথে পথিমধ্যে তার মৃত্যু হয়।
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ কাজল কুমার নন্দী জানান, এ ঘটনায় বাসটি আটক করা হয়েছে।