বগুড়ায় ত্রাণ সহায়তায় ইউএনও’র বিশেষ হটলাইন

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২১

শিবগঞ্জ প্রতিনিধি : বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ত্রাণ সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব উম্মে কুলসুম সম্পা এক বিশেষ হটলাইন নাম্বার চালু করেছেন। করোনাকালীন সময়ে অধিকতর সেবা প্রদানের লক্ষ্যে “০১৭১৫-২৭২৬৩৮” এই হটলাইন নাম্বারে ফোন দিয়ে শিবগঞ্জ উপজেলার নিম্ন মধ্যবিত্তদের ত্রাণসহ সাধারণ মানুষেরা অন্যান্য সেবা উপভোগ করতে পারবেন।

বিশ্ব আতঙ্কিত মহামারী কোভিড-১৯ এর দ্বিতীয় দফায় সংক্রমণরোধে মাননীয় প্রধানমন্ত্রী’র জাতীয় হেল্পলাইন ৩৩৩ এর মাধ্যমে ত্রান সহায়তা ইতিমধ্যে চালু করেছেন। সেই সহায়তা ও অন্যান্য সরকারি নির্দেশনা বাস্তবায়নের জন্য বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলার সকল ইউনিয়ন পরিদর্শন করে বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন। সেই সাথে শিবগঞ্জ উপজেলার সকল এলাকার নিম্ন মধ্যবিত্তদের আর্থিক অবস্থা ও অন্যান্য মানুষের সামগ্রিক পরিস্থিতির প্রেক্ষিতে ৩৩৩ এর পাশাপাশি বিশেষ ত্রাণ সহায়তা প্রদান ও স্বাস্থ্যবিধি কার্যকর করতে এই হটলাইন নাম্বার চালু করেছেন।