বগুড়ার কাহালুতে জমে উঠেছে ঐতিহাসিক জামাই মেলা

প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, জুন ১৩, ২০১৯

আব্দুর রহমান – নামুজা (বগুড়া) প্রতনিধিঃ ১৩ জুন দিনব্যাপী বগুড়ার কাহালু উপজেলা পাইকড়ে ঐতিহাসিক জমিদার বাড়ীর মেলা বা জামাই মেলা অনুষ্ঠিত। এই মেলায় গ্রাম বাংলার ঐতিহ্য বাহি লাঠি খেলা, ঢেঁকি খেলা, নাগরদোলা, শিশুদের চর্কি খেলা, হরেক রকমের মিষ্টান্নর দোকান, খেলনা সামগ্রীর দোকান বসেছে। এই মেলার আয়োজক কমিটির অন্যতম সদস্য ফেরদৌস আলম জানান, প্রতিবছর জৈষ্ঠ মাসে মাঝামাঝিতে এই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। কিন্তু এবারে রমজান মাসের কারণে ৩১ শে জৈষ্ঠ অনুষ্ঠি হয়। তিনি আরোও জানান মেলাকে ঘিরে পাইকড় সহ আশে পাশের গ্রাম গুলোতে বাড়ী বাড়ী আত্নীয়-স্বজন সহ জামাইয়েরা সমবেত হয় বলে মেলাটি জমিদার বাড়ীর মেলা থেকে জামাই মেলা নামে পরিচিত লাভ করেছে। তবে মেলার সময় পরিবর্তন হওয়ায় অন্য বছরের তুলনায় এবছর মেলাটি খুব একটা ভালো জমে উঠেনি।