ফখরুলের নেতৃত্বে স্মারকলিপি নিয়ে ইসিতে ঐক্যফ্রন্টের প্রতিনিধিদল

প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৯
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ইসিতে প্রতিনিধিদল। ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট : নির্বাচনের ফল বাতিল করে পুনর্নির্বাচনের দাবিতে স্মারকলিপি জমা দিতে নির্বাচন কমিশনে গেছেন জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০-দলীয় জোটের প্রতিনিধিদল।

এর আগে দুপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে সারা দেশের ২৯৯ আসনের ধানের শীষের প্রার্থীদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে ইসিতে স্মারকলিপি জমা দয়োর সিদ্দান্ত নেয়া হয়।

বৈঠকে প্রার্থীদের কাছ থেকে ‘ভোট কারচুপি’, ‘কেন্দ্র দখল’, ‘ভোট ডাকাতির তথ্য ও অভিযোগের প্রমাণ সংগ্রহের মাধ্যমে সেগুলো যাচাই-বাছাই করে অভিযোগ আকারে দেয়া হবে নির্বাচন কমিশনসহ বিভিন্ন দফতরে। বিদেশি কূটনীতিকদেরও বিষয়গুলো জানানো হবে।

বিদেশি কূটনীতিকদের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়কে বলা হবে যে, আওয়ামী লীগের অধীনে কোনো সুষ্ঠু ভোট হওয়া সম্ভব নয়। তাই জাতিসংঘের তত্ত্বাবধানে একটি সুষ্ঠু ভোটের দাবি জানাবে বিএনপি ও শরিকরা।