পুনরায় বিজয়ী হলেন জুনাইদ আহমেদ পলক

প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৮

ডেস্ক রিপোর্ট একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষে বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল ঘোষণা করা হচ্ছে। এর মধ্যে ১২টি আসনের ফল পাওয়া গেছে। এসব আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটের নৌকা প্রতীকের প্রার্থীরা।

প্রাপ্ত ফলাফলে নৌকা প্রতীকে জুনাইদ আহমেদ পলক পেয়েছেন ২ লাখ ৩০ হাজার ২৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে দাউদ রহমান পেয়েছেন ৮ হাজার ৫৯৪ ভোট।

২ লাখ ২১ হাজার ৭০৩ ভোটে জয়ী হয়েছেন জুনাইদ আহমেদ পলক। তিনি টানা তৃতীয়বারের মতো জাতীয় সংসদের নির্বাচনে বিজয়ী হলেন।

বেসরকারিভাবে তিনি নির্বাচিত হওয়ার খবর নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন।

সেখানে তিনি লিখেছেন, সিংড়া উপজেলার ১১৮ টি কেন্দ্র হতে প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী ২,২১,৭০৩ ভোটের ব্যাবধানে নৌকা মার্কায়ে বিজয়ী করায় প্রিয় সিংড়াবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। #জয়বাংলা #নৌকা

জুনাইদ আহমেদ পলক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।