পুত্র সন্তানের মা হলেন টিউলিপ সিদ্দিক

প্রকাশিত: ১:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০১৯

লন্ডনের হ্যামস্টেড ও কিলবার্ণ থেকে নির্বাচিত লেবার দলীয় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক গত বৃহস্পতিবার পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। স্বাভাবিক প্রক্রিয়ায় কোন প্রকার জটিলতা ছাড়াই তার প্রথম পুত্র সন্তানের জন্ম দেন বাঙালী জাতির জনক বঙ্গবন্ধুর নাতনী শেখ রেহানা কন্যা টিউলিপ সিদ্দিক। ডাক্তাররা জানিয়েছেন টিউলিপ ও তার নবজাতক দুজনই সুস্থ আছেন।

টিউলিপ ও ক্রিস তাদের নবজাতক পুত্র সন্তানের নাম রেখেছেন রাফায়েল মুজিব সেন্ট জন পার্সি।

উল্লেখ্য, পার্লামেন্টে ব্রেক্সিট ভোটে অংশ নিতে এক কন্যা সন্তান আজালিয়া’র মা টিউলিপ তার দ্বিতীয় সন্তান জন্মদানের নির্ধারিত সময় পিছিয়ে দিয়েছিলেন। ১৫ জানুয়ারি সিজারিয়ানের মাধ্যমে সন্তান জন্মদানের সময় নির্ধারিত থাকলেও ঐদিন তা না করে স্বামী ক্রীস পার্সির সহায়তায় হুইল চেয়ারে করে ব্রেক্সিট ভোটে অংশ নিতে পার্লামেন্টে হাজির হন টিউলিপ।

এদিকে পুত্র সন্তান জন্ম দেয়ায় লন্ডন মেয়র সাদিক খান এক টুইট বার্তায় টিউলিপ ও ক্রীস পার্সিকে অভিনন্দন জানিয়েছেন।