পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃৃক্ষরাজির গুরুত্ব অপরিসীম- চবি উপাচার্য

প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২০

চবি প্রতিনিধি :
মানবজাতিসহ প্রাণিকূলের অস্তিত্ব টিকিয়ে রাখতে বৃক্ষরোপনের গুরুত্ব অপরিসীম। বৃক্ষরাজি প্রাণিকূল বেঁচে থাকার প্রধান উপাদান অক্সিজেন ছাড়াও খাদ্যসহ মানবজাতির নিত্য ব্যবহার্য সকল ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে। ৪ অক্টোবর ২০২০ চবি’র উদ্ভিদ বিজ্ঞান বিভাগ আয়োজিত বোটানিক্যাল গার্ডেনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি ২০২০-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ সব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চবি’র জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হোসাইন।
মাননীয় উপাচার্য পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপন কর্মসূচি আয়োজন করায় আয়োজকবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, বৃক্ষ রোপনের মতো কর্মসূচির মাধ্যমে পরিবেশ সুরক্ষায় সবাইকে যত্নবান হতে হবে। তিনি আরও বলেন, “আমরা সবাই একটু সচেতন হলে প্রতিবছর বৃক্ষ রোপনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় নিজেরা অংশীদার হতে পারি”। মাননীয় উপাচার্য এ লক্ষ্যে সকলকে বৃক্ষ রোপনে এগিয়ে আসার আহবান জানান। তিনি এ কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন। মাননীয় উপাচার্য একটি শরিফা গাছের চারা রোপন করে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন। চবি’র উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ হারুন-উর-রশীদ-এর সভাপতিত্বে এবং উক্ত বিভাগের প্রভাষক জনাব ইশরাত জাহানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চবি বোটানিক্যাল গার্ডেনের প্রফেসর ইনচার্জ ও বৃক্ষরোপন কর্মসূচির আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হুদা। অনুষ্ঠানে উক্ত বিভাগসহ চবি’র বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং কর্মকর্তা-কর্মচারীবৃৃন্দ উপস্থিত ছিলেন।