নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে বোমা নিক্ষেপ ও অগ্নি সংযোগ : আটক ৮

প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৮

খুলনা-৬ আসনে পাইকগাছার গদাইপুর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী মোঃ আক্তারুজ্জামান বাবু’র নির্বাচনী কার্যালয়ে বোমা নিক্ষেপ ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানা পুলিশ জামায়াত ইসলামীর ৮ নেতা কর্মীকে আটক করেছে।
থানা পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত দু’টোর দিকে জেলার পাইকগাছার গদাইপুর ইউনিয়নে নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে ধানের শীষ প্রতীকের লোকজন বোমা নিক্ষেপ এবং অগ্নি সংযোগ করে। স্থানীয় লোকজন রাতে ৫/৬ টি বিকট শব্দ শুনতে পায় বলে জানিয়েছেন। এ খবর পেয়ে রাতেই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বিপ্লব, ওসি (তদন্ত) প্রবীন চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে বুধবার সকালে নৌকা প্রতীকের প্রার্থী মোঃ আক্তারুজ্জামান বাবু ঘটনাস্থলে আসেন এবং নেতা কর্মীদের ধৈর্য্যরে সাথে সব কিছু মোকাবেলা করার অনুরোধ করেন। তাৎক্ষণিক নৌকা প্রতীকের লোকজন বিক্ষোভ মিছিল বের করে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সদস্য সচিব মোঃ রশীদুজ্জামান, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, আ’লীগ নেতা গাজী নজরুল ইসলাম, ইউনিয়ন আ’লীগের আহবায়ক নির্মল চন্দ্র অধিকারী, শেখ জিয়াউর রহমান প্রমূখ। পাইকগাছা থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানিয়েছেন, এ ঘটনায় ইউনিয়ন যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন বাদী হয়ে শতাধিক ব্যক্তির নামে থানায় মামলা করেছে। পুলিশ এ ঘটনায় রাতেই জামায়াত ইসলামীর এড. আব্দুল মজিদ, সরদার আব্দুল মজিদ, আঃ সাত্তারসহ ৮ জনকে আটক করেছে। অপরদিকে নৌকা প্রতীকের কার্যালয়ে হামলার ঘটনায় বিকালে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বুধবার সকাল সাড়ে ১০ টায় দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ হেলাল হোসেন, জেলা পুলিশ সুপার এসএম শফি উল্লাহ, জেলা নির্বাচন কর্মকর্তা এম মাজাহারুল ইসলাম, জেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নব কুমার ও উপজেলা নির্বাহী ও সহকারী রিটার্নিং অফিসার জুলিয়া সুকায়না।