দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর

প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০১৯

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে জানিয়ে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে কাউকে রাষ্ট্রীয় সম্পদ দখল করতে দেওয়া হবে না।

আজ বুধবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের চলমান প্রকল্প নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী বলেন, বাসস্থান জনগণের প্রতি দয়া নয়, তাদের অধিকার। সেই অধিকার থেকে জনগণকে বঞ্চিত করা যাবে না। তাই কাজের ভেতরে স্বচ্ছতা আনতে হবে। কোনো অনৈতিকতা বা দুর্নীতিকে প্রশ্রয় দেয়া যাবে না। কারণ দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে আওয়ামী লীগ সরকার। দুর্নীতি যেই করুক তাকে ছাড় দেয়া হবে না।