দীপিকার লড়াইয়ের গল্প নিয়ে বই

প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০১৯

বলিউডের প্রথম সারির অভিনেত্রী দীপিকা পাড়ুকোন খোলামেলাভাবেই জানিয়েছেন তার হতাশায় ডুবে যাওয়ার বিষয়টি। সেখান থেকে তিনি কীভাবে ঘুরে দাঁড়িয়েছেন সেটাও তিনি সবাইকে জানিয়েছেন। হতাশা ও অন্যান্য মানসিক সমস্যায় ভোগা মানুষদের সাহায্যে গড়েছেন ‘লিভ, লাভ, লাফ ফাউন্ডেশন’।

হতাশা থেকে দীপিকার ঘুরে দাঁড়ানোর গল্প এবার স্থান পেয়েছেন শিশুতোষ বইয়ে। এখানে দীপিকার পাশাপাশি ভারতের আরও ৫০ সফল নারীর গল্প বলা হয়েছে।

বইটির নাম ‘দ্য ডট দ্যাট ওয়েন্ট ফর এ ওয়াক’। বইটি লিখেছেন লক্ষ্মী নামবিয়ার, রীমা গুপ্তা  ও শারদা আক্কিনেনি। এ বইটির মাধ্যমে শিশুরা শুরু থেকেই নারীর ক্ষমতা সম্পর্কে ধারনা পাবেন বলে জানিয়েছেন লেখকরা।