টিকা নিয়ে চীনের সঙ্গে সম্পর্কের ঘাটতি হয়নি : পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, জুন ৬, ২০২১

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, টিকা নিয়ে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ঘাটতি হয়নি। টিকার ব্যাপারে বাংলাদেশ ও চীন সরকার শুধুই ফ্যাসিলেটেড, টিকা সরবরাহ করবে বেসরকারি সংস্থা।

রোববার (৬ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের টিকা দরকার। বাংলাদেশ ও চীন সরকার কূটনৈতিকভাবে আলোচনা করে সম্মত হয়েছে, চীন আমাদের টিকা দেবে। তবে টিকা দেবে বেসরকারি সংস্থা। বেসরকারি কোম্পানি কী করে না করে সেটা তাদের সিদ্ধান্ত। তবে সেটা নিয়ে অসুবিধা হওয়ার কথা না।

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়ার সঙ্গে টিকার যৌথ উৎপাদন ও টিকা ক্রয় উভয় ব্যাপারে চুক্তি হবে। আমরা লাইনঘাট করে দিয়েছি। স্বাস্থ্য মন্ত্রণালয় এটা ভালো বলতে পারবে।

ড. মোমেন বলেন, যুক্তরাষ্ট্র থেকে আমরা টিকা পাব। আগামীকাল যুক্তরাষ্ট্র থেকে একটি কোভিড প্রতিরোধ সহায়তা চালান আসছে বলেও জানান মন্ত্রী।

এছাড়াও বাংলাদেশ রাশিয়া থেকে দ্রুত পাঁচ মিলিয়ন করোনার টিকা ‘স্পুটনিক ভি’ আমদানি করতে আগ্রহী বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। রাশিয়ার বিদায়ী রাষ্ট্রদূত আলেকজান্ডার ইগনাতভের সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।