জেএসসি ও এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ

প্রকাশিত: ২:৫৬ পূর্বাহ্ণ, জুলাই ৪, ২০১৯

চলতি বছরের ২ নভেম্বর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং আগামী বছরের ১ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।

 

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে অনুমোদনের পর বুধবার এই দুই পরীক্ষার সূচি প্রকাশ করে শিক্ষাবোর্ড। গত কয়েক বছর ধরেই ১ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। তবে এবার সেদিন সরকারি ছুটি থাকলে পরীক্ষা নেওয়া হয় পরের দিন থেকে।

২০১৮ সালে এসএসসির তত্ত্বীয় পরীক্ষা ২৫ দিনে (২-২৫ ফেব্রুয়ারি) নেওয়া হলেও ২০২০ সালে এ পরীক্ষা হবে ২২ দিনে। ১ ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ২২ ফেব্রুয়ারি। সূচি অনুযায়ী এসএসসিতে সংগীতসহ সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা ২৩ থেকে ২৯ ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে হবে। এবারও মাধ্যমিক পরীক্ষার শিক্ষার্থীদের বহু নির্বাচনী (এমসিকিউ) অংশের উত্তর আগে দিতে হবে। পরে নেওয়া হবে সৃজনশীল/রচনামূলক অংশের পরীক্ষা। জেএসসি পরীক্ষা ২ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ১১ নভেম্বর।